ওসমান বিন হাদি
- ইমরান
ওসমান বিন হাদি—
নামটা শুধু নাম নয়,
এটা দাঁড়িয়ে থাকার উচ্চারণ।
ঝড় এলে যারা আশ্রয় খোঁজে,
সে তখন বুক চওড়া করে সামনে দাঁড়ায়।
চোখে তার ভয় নেই,
কারণ সে সত্যের দিকেই তাকায়।
মাথা নোয়ানো তার স্বভাব নয়,
শিকলের শব্দে সে ঘুমায় না।
অন্যায় দেখলে নীরব থাকা
ওসমান বিন হাদির ধর্ম না।
পথ কাঁটায় ভরা হলেও
সে পথ বদলায় না,
রক্ত ঝরলেও
আদর্শ থেকে সরে যায় না।
সে জানে—
সংগ্রাম মানেই হার নয়,
সংগ্রাম মানেই উঠে দাঁড়ানো।
ওসমান বিন হাদি তাই
একজন মানুষ নয় শুধু,
সে একেকটা সময়ে
একটা প্রতিরোধের নাম
https://quickridz.com/
২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।