নারচী গ্রাম
- আব্দুল ওহাব

আমার বাড়ি নারচী গ্রামে
খালের সাথে ঘেঁষা,
নারচী হাটে সবার সাথে
প্রতিদিন যায় মেশা।

গাঁয়ের পাশে বাঙালি নদ
এঁকেবেঁকে চলে,
গাঙচিলেরা পাখির সাথে
মনের কথা বলে।

সড়ক পথে গাছগাছালির
অপরূপ কী শোভা!
কাঁচা-পাকা সড়ক পথে
দেখতে মনোলোভা।

খালে-বিলে শাপলা ফোটে
যাদু দেখায় হেন,
রাত্রি বেলায় চাঁদের হাসি
মোহিনী রূপ যেন।

সাঁঝের বেলা জোনাক জ্বলে
ঝোপের পাশে এসে,
বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ দেখে দেয় হেসে।


২৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০১-২০২৬ ০২:৪৫ মিঃ

অসাধারণ লিখেছেন