শেষ চিঠি
- শুভ বৈদ্য ১১-১১-২০২৪
দেয়ালের গা ঘেঁষে ঝরে পড়া শ্রাবণের বর্ষার ধারা,
ফুলেদের মৃত দেহ থেকে দূরে সরে যায় কারা?
বৃক্ষের হাড়ের মত শক্ত তোমার চোখের অশ্রু জল,
মেঘের ওপার থেকে চেয়ে থাকে নীলচে তারার দল!
কোনো এক শীতল কালো মধ্যরাতে সোডিয়াম আলো,
বিষন্নতার পথে নিয়ে যায় অমবস্যার চাঁদ কালো!
শুকনো পাতার নুপুরের শব্দে জেগে উঠে মৃত ঘাস,
জীবন্ত নদীর তীরে ভেসে আসা মৃত পাতার লাশ!
বিষাদের কালো মেঘ হতে ঝরে পড়ে এসিড বৃষ্টি,
আজও আমি ভুলিনি তোমার সেই হরিণী দৃষ্টি!
জানালার কাঁচে লেগে থাকা অপূর্ণ সব স্বপ্নগুলো,
তুমি চলে গিয়ে জীবনটাকে করে দিলে এলোমেলো!
শেষ চিঠিতে লিখা ছিল আমার সব পুরোনো অভ্যাস,
কালো মেঘ এসে জানান দিচ্ছে কালবৈশাখীর আভাস!
ইট পাথরের শহরে ছুটে চলা যান্ত্রিক সব যানবাহন,
সন্ধ্যা নামার বুকে মনে পড়ে যায় তোমার আগমন!
পথের ধুলো উড়ে এসে জমছে স্মৃতির পাতায়,
আগুন জ্বলছে ধ্বংস হচ্ছে পুরোনো সব প্রথায়!
পাখিদের কন্ঠে ভেসে আসা আক্ষেপের কালো ছায়া,
এই জন্মে হয়তো আর শেষ হবেনা তোমার মায়া!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।