ফাল্গুন এলো
- মোঃ বজলুর রশীদ ০৯-০৫-২০২৪

ফাল্গুন এসেছে দেখ
ঠাণ্ডা হাওয়া বয়ে,
গাছের মর্মর শব্দে
পাতা যায় ঝরে।


চারিদিক ফুলের উৎসবে
মৌমাছির গুনগুন শব্দে
আঁখি দুটি হারিয়ে যায়,
ফাগুনের নবীন আনন্দে ।


ফুটেছে শিমুল-পলাশ
পাখিরা দেখ করছে উল্লাস
ফাগুনের স্নিগ্ধ বাতাসে
স্বর্ণালি মুকুল সুবাস ছড়াচ্ছে ।


গেয়ে উঠে কোকিল কৃষ্ণচূড়ার ডালে
ফাল্গুনী হাওয়ায় সবুজ ধান দোলে,
কাননে আগুনরাঙা গাঁদা ফুল
সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল।


পাখিরা ছুটছে গাছের ডালে ডালে
ফাল্গুনের গান তাদের কণ্ঠে,
ফুলের আলো ছড়াচ্ছে সোনালী রবি
হৃদয়ে ছড়িয়ে যায় উত্তেজনার ছবি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৩-০২-২০২৪ ২২:০৩ মিঃ

চমৎকার লেখা। ভালো লাগলো
শুভকামনা রইলো।