শীতের শেষে বৃষ্টি
- মোঃ বজলুর রশীদ ০৯-০৫-২০২৪

শীতের শেষে হঠাৎ
করেই একপশলা বৃষ্টি ,
মাধ্যাকর্ষণের টানে
নেমে আসে পৃথিবীর বুকে ।


পৃথিবী তখন ব্যস্ত তার
প্রাণিকুল নিয়ে ,
ঝাকে ঝাকে অতিথি পাখিরা
তখন ঘরে ফেরার জন্য ,
ছেড়ে ডানা মেলে দেয়
উত্তরের দিকে।


সদ্য কচি পাতায় মোড়ানো
গাছটি সজীবতা ফিরে
পাওয়ার আনন্দে দিশেহারা।


বৃষ্টির আভাসে ময়ূর পেখম মেলে
ময়ূরীকে আকৃষ্ট করতে ব্যস্ত ।


জানালা দিয়ে কিশোরী
বৃষ্টি দেখছে অপলক দৃষ্টিতে ,
তার লম্বা এলোমেলো চুলগুলো
বাতাসে উড়ছে,
কখন যে বৃষ্টির ফোঁটা
মুখকে ধুয়ে দিয়ে গেছে
সে জানে না।


সূর্য না হয় আজকে
ক্ষনিকের বিরতি নিয়েছে ,
নীল আকাশ না হয়
আজকে মেঘলা ,
পৃথিবীকে হালকা অন্ধকার
করে বৃষ্টি নামছে ।


একি ভালবাসার বৃষ্টি
নাকি কষ্টের ?
একি মন ভাল করার বৃষ্টি
নাকি মন খারাপের ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২০-০৩-২০২৪ ১৮:৪০ মিঃ

অপূর্ব লিখেছেন।