শুভ্র আলো
- শুভ বৈদ্য ১১-১১-২০২৪
আমাকে তুমি নিয়ে যাও সেই দিনের কাছে,
যেদিন তোমায় প্রথম দেখে পেখম তুলে ময়ুর নাচে!
আমাকে তুমি ভাসিয়ে দাও সেই সাদা মেঘের ভেলায়,
যে ভেলায় চড়ে আমি নিব তোমায় নীল তারাদের মেলায়!
আমাকে তুমি দিয়ে দাও তোমার সবটুকু ভালোবাসা,
বিনিময়ে তোমায় দিব নক্ষত্রের রঙিন প্রত্যাশা!
আমাকে তুমি ফিরিয়ে দাও তোমায় দেওয়া দুঃখ সব,
বিনিময়ে তোমায় দিব শুকনো পাতার কলোরব!
আমাকে তুমি বাড়িয়ে দাও তোমার কোমল দুহাত,
পূর্ণিমার ওই রাতের শেষে উষ্ণ আলোর প্রভাত!
আমাকে তুমি সঙ্গ দাও কোনো এক সন্ধ্যা বেলায়,
তোমাকে আমি নিয়ে যাব সেই জোনাকিদের মেলায়!
আমাকে তুমি খুজে দাও হারিয়ে যাওয়া স্বপ্নগুলো,
স্বপ্নের সেই রঙিন আশায় ক্ষুদ্র সুখের এলোমেলো!
আমাকে তুমি আঁকড়ে ধরে বৃদ্ধ হয়ে সঙ্গে চলো,
জীবনের সেই শেষ প্রান্তে বেঁচে থাকবে স্মৃতিগুলো!
আমাকে তুমি হারিয়ে ফেলো শৈশবের দিনগুলোর মত,
যেদিনে ছিলো না কোনো বিষন্নতা ছিলো সুখ যত!
আমাকে তুমি ভুলে যাও ভোর বেলার দুঃস্বপ্নের মত,
যে স্বপ্ন সত্যি হলে সারবে না তোমার হৃদয়ের ক্ষত!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।