আজব রাজ্য
- মোঃ বজলুর রশীদ
একটা ছিল রাজার রাজ্য
ছিল উজির নাজির,
চুরি করত উজিররা সব
ঘুষ খেত সব নাজির ।
সেই রাজ্যের প্রজারা সব
থাকতো অনাহারে,
দ্রব্য মূল্যের দাম বাড়াতো
প্রতি মাসে মাসে।
মুখে তাদের স্বদেশ প্রেম
অন্তরে অন্য কথা,
রাজ্যকে আজ বেঁচে দিয়ে
করতেছে কালো টাকা ।
সেই রাজ্যে ঘুষ দিয়ে নিচ্ছে চাকরি
এটাই সেই দেশের রীতি,
চাকরির টাকা উসুল করতে
করছে দুর্নীতি।
রাজাকে তেল দিচ্ছে যারা
রাজার পাশে থেকে,
সেই তেলে রাজা এখন
ভাসছে মহাসুখে।
রাজ্যটি আজ ধ্বংসের পথে
প্রজারা এক হও,
ধ্বংস হউক রাজ্যটি আজ
প্রজারা কি চাও ?
৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।