পালনকর্তা
- আব্দুল ওহাব
প্রশংসা করি আল্লাহ তা'লার
সকল সৃষ্টি যাঁর,
সাগরের জল কালির আদলে
প্রশংসা লিখি তাঁর।
মানুষকে দিয়ে কোরআন শিক্ষা
ঘোষনায় করে দামী,
মুখেতে মধুর ভাষা শেখালেন
জাতিতে করিয়ে নামী।
আকাশ বানালো সৃষ্টির তরে
নিক্তি করিয়ে দান,
সীমালঙ্ঘন না করিবে যেন
রাখে মানবের মান।
পৃথিবী স্থাপন করেছেন তিনি
সব সৃষ্টির তরে,
আহার যোগাতে গাছে ফলমূল
পাহাড়ে ঝর্ণা ঝরে।
তিনিই মালিক দু উদায়াচল
দু'অস্তাচল যাঁর,
যেথা উৎপত্তি প্রবাল ও মোতি
দুই দরিয়াও তাঁর।
ভূপৃষ্ঠে যা আছে তা ধ্বংসশীল
পালনকর্তার সত্তা ছাড়া,
তিনি সবকালে মহাজ্ঞানী সত্তা
মানি কোরানের ধারা।
নভোমন্ডল-ভূমন্ডলের
সব তাঁর মুখাপেক্ষী,
উপায় আছে কী অস্বীকারের
নহে কী সে মহারক্ষী?
১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।