বিভেদ কাণ্ড
- আব্দুল ওহাব

নিখিল মানবে ধনী-গরিবের বিভেদ উত্থান
আমার দৃষ্টি বিভেদকান্ড মানবের অপমান।
বিভেদের বেড়াজালে জিতিবে না'তো ইনসান।
চলো গাহি ঐ মুচি কুলি মেথরের জয়গান।

মেথরবিহীন পয়ঃনিষ্কাশন পাও না পরিত্রাণ।
মুচি ছাড়া জুতা পলিশে তোমার কী অবদান?
ঝাড়ুদার অবজ্ঞা জ্ঞানে হওয়া যায় না মহিয়ান!
হলে বর্ষীয়ান, কুলি মাথায় বাঁচালো কার মান?

ভ্যান চালক কামার চামাড় কেহ নহে কভু নীচ;
সদা খিটখিট সহ্য হয়না, ধরো'না কোন খিচ।
ঐ কারিগর না থাকিলে থাকিত কী তোমার মান?
মাঝি জেলে দর্জি কিষাণ তাদের নাহি কী দান?
তাহারা ব্যতীত তুমি হইবে কি করিয়া খান?

পোশাককর্মী শ্রমিক মেকারের কত অবদান!
উহার পিঠে করিয়া ভর, বানাও ইটের দালান।
মজুরি দাও? কত? জীবন চলে না'তো তাতে?
পুঁজি বানাও মুনির ঘর্মে দেখো হিসেব খাতে।

শ্রমিকের হাড্ডি পিষে তুমি ধরাছো বুকে ব্যথা;
ওষ্ঠাগত প্রাণটি কাঁদে লজ্জা বলেনা কথা।
গাই তাহাদের গান, কেন তাহাদের এত অবমান?
করিবো না ছোট, কোন পেশাকে অসম্মান।


১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।