বেচারি পুরুষ
- আব্দুল ওহাব
টাকা ছাড়া পুরুষ লোকের
নাই সমাজে মূল্য,
টাকা বেশি থাকলে তবে
নাহি কেউ তার তুল্য।
রূপ চেহারা হোক না যেমন
নাই সেরা হোক গুণে,
টাকা বিহীন মহৎ লোকের
কথা কে-বা শোনে?
প্রেম পিরিতি সংসার জীবন
টাকার কাছে তুচ্ছ,
টাকা বিহীন পুরুষ লোকের
নাই পরিবার গুচ্ছ।
অনেক নারী টাকা দিয়ে
মাপে পুরুষ জাতি,
সম্পদশালী পুরুষ খুঁজে
বানায় জীবন সাথী।
পুরুষ যেন টাকার মেশিন
ভাবে বোকা নারী,
মন দেখেনা গুণ দেখেনা
লাগে টাকার কাঁড়ি।
১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।