লক্ষ্য রাখি স্থির
- আব্দুল ওহাব

হৃদয় মাঝে অমোঘ নেশা
যেন চড়ুই পাখি,
জীবন চলে কোন পথেতে
লক্ষ্য ধরে রাখি।

অঘোর হলে কাজের সমে
বিবেক ছাড়া মরু,
জীবন ভাসে বালুর চরে
আগাছা রূপ তরু!

বিচার বোধে থাকবে যারা
হবে সবার গুরু,
লক্ষ্য নিয়ে আগাও কাজে
কর্ম করে শুরু।

কাজ না করে স্বপন বোনা
ক্যামনে হবে চাষা?
কচুর ক্ষেতে আখের চাষে
মিটবে না'তো আশা।

করনীয় যা করি যদি তা
জীবন হবে খাসা,
স্বপন ফলে রবির মতো
রক্ষা পাবে নাশা।


১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।