মানুষ মানুষের তরে
- আব্দুল ওহাব

মানুষ মানুষে চিনি ভেদাভেদ জাল হোক ছিন্ন
ভেবে দেখো জীর্ণ লোকের দেহ নহে ভিন্ন।
সুখে-দুঃখে গোত্রে-পাত্রে সবাই সবার জ্ঞাতি
হোক'না সেজন হিন্দু বৌদ্ধ অন্য ধর্ম-জাতি।

কর্মদোষ কি'বা ভাগ্য দোষে তারা আজ দুখী
ধনের দম্ভ করেবে না, থাকিলে তুমি সুখী।
আদম সন্তান সকলে ভাই খুঁজিবে না তাই ভেদ
ভুখার ভুখ ছেঁদিলে আরশ গ্রাস করিবে খেদ!

জনপদ লঞ্চ-রেল-স্টেশনে শুনেছি আর্তনাদ
ক্ষুধিতজনের ক্ষুধাতে সৃষ্টি হলো বরবাদ!
ভুখারী খাদ্য পায়'না, পিপাসায় কণ্ঠ রয় ক্ষীণ্
ধনীর বিলাসে খাদ্য নষ্টে পার করিলো দিন।

গরীব মিসকিন দেখে করিবে না কাউকে হেলা
বিধির কল ঘুরাতে পারে তটিনীর ঐ ভেলা।
জনম জন্মে আহার যোগালো যেঁ দয়াল প্রভু
তাঁহার দানে ধনী হইয়া ভুলোনা তা কভু।

দুঃখীকে করিলে দান কমিবে না ধন শোনো,
বিলাসে সম্পদ কমে, দানে কমে না কোনো।
গরীবকে মেরো না লাথি, বর্জন করো ঘৃণা
পরপারে পার পাবে না সম্পদ হিসাব বিনা।


১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।