হিংসা-বিদ্বেষ
- আব্দুল ওহাব

হিংসা-বিদ্বেষ মনের মাঝে
অহমিকায় ভরা,
কেমন করে পাবে তোমরা
সুখের গৃহ ধরা?

অহংকার ও হিংসা-বিদ্বেষ
জীবন করে নষ্ট,
মানব গুণের গুণী হলেই
থাকবে না'কো কষ্ট।

হিংসার দেহে নরকের বাস
অগ্নি শিখা জ্বলে,
পায়না তারা সুখ কখনো
এই ধরণীর তলে।

হিংসার অনল ধাওয়া করে
আপন স্বার্থের পিছু,
মরণ ঘটায় মানব মনের
থাকে না আর কিছু।

পরের হিতে আপন কল্যাণ
বুঝবে যাঁরা ভবে,
এই জীবনে দুখ পাবে না
তাঁরাই সুখে রবে।


১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।