বিচলিত মন
- আব্দুল ওহাব

বাড়ে যন্ত্রণা হৃদে মন্ত্রণা
বেদনা বিধুর হার,
বিশ্বাস কাঁড়ি হৃদয়ের হাঁড়ি
যাতনা দিচ্ছে ভার।

হতাশা চিত্র সেজেছে মিত্র
ফসকা গিট্টু ঘর,
উদাসী চিন্তা কমাচ্ছে আয়ু
এসে নিদারুণ ঝড়!

নিদ্রা জাগছি অঝরে কাঁদছি
নিয়মশূণ্যে রই!
কলুষিত প্রাণ ভণ্ডামি তান
বাঁচার সাধ্য কই?

উদ্বিগ্ন মন বোধে উচাটন
জীবন তরীর লয়,
প্রিয়ারে হেরিতে বিপণ্ণ ফেরি
প্রাণের শঙ্কা ভয়!

পাষাণ ধর্মে সুখের মর্মে
হেরিছি মিথ্যা ভান,
অনাদর ক্ষার অবজ্ঞা তার
অযথা ডেকেছে জান!


১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।