জ্ঞানী মানুষ
- আব্দুল ওহাব

চর্চায় জ্বলে জ্ঞানের শিখা
শাস্ত্রে এমন শুনি,
ব্যয় করেছে জ্ঞানের আলো
অমর সকল গুণী।

জ্ঞান সাগরের ঢেউ তরঙ্গ
রয়না সাগর তলে,
জ্ঞান বিলালে জ্ঞান কমেনা
নূরের মতো জ্বলে,

পাথর ঘষলে ওজন কমে
জ্ঞান ঘষাতে বাড়ে,
সমাজ দেশে নির্বোধ যারা
গুণী বানাও তারে।

জ্ঞান গরিমা ছড়িয়ে দেয়
গুণীজন সব নিজে,
জ্ঞানের প্রদীপ জ্বেলে রাখে
শিক্ষা দেয়ার বীজে।

জ্ঞানী মানুষ হাজার বছর
বেঁচে থাকে গুণে,
সরল মানব জ্ঞান শিক্ষা নাও
জ্ঞানীর সবক শুনে।


১৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।