ইচ্ছেঘুরি
- আব্দুল ওহাব
ইচ্ছেঘুড়ি যাচ্ছে উড়ে
মেঘ ভেলাতে চড়ে,
তাই না দেখে নীল দিগন্ত
উঠছে হেসে নড়ে!
ইচ্ছে ঘুড়ির মন উতলা
মাতাল হয়ে ওড়ে,
দশ দিগন্তে ছুটছে উড়ে
জগৎ জয়ের তরে!
ধন-দৌলতে ধার ধারে না
যেথায় খুশী ছোটে,
মনের খায়েস পূরণ করে
আপন চাওয়া লোটে।
ইচ্ছে ঘুড়ির রঙিন ডানা
সবখানে দেয় হানা,
যেথায় খুশী হঠাৎ ছোটে
কেউ করে না মানা!
আকাশ বায়ু জগৎ জুড়ে
ইচ্ছেঘুড়ি খেলছে,
যেথায় যখন মনটি চাহে
দুই নয়নে দেখছে!
১৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।