সালাম
- আব্দুল ওহাব

সালাম দিবে মানুষ দেখলে
করবে না কেউ হেলা,
সালাম দিলে দেখার সময়
নেকী মিলবে মেলা।

চেনা জানায় হোক'না কেহ
সালামে নাই মানা,
চলার পথে দেখলে তুমি
ল্যাংড়া কি'বা কানা।

সালাম দিলে হিংসা-বিদ্বেষ
মন থেকে যায় দূরে,
সবাই তখন আপন ভাবে
চলবে তোমার সুরে।

অহং বোধে সালাম ছাড়া
মুমিন চলে নহে,
সালাম দিলে দিলের মাঝে
সুখ প্রবাহ বহে।

সালাম দেয়া প্রসার করা
রাসূল সুন্নাহ্ কর্ম,
সালাম দেওয়া সবার উচিৎ
যারাই মানে ধর্ম।


২১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।