হৃদয়ে ফানুস
- আব্দুল ওহাব

হৃদয়ে ফানুস!
আব্দুল ওহাব

প্রাণে যাহা চায় তাহা নাহি পায়
নিখিলের বুক চিরে,
হৃদে হাহাকার পুড়ে ছারখার
এই লোকালয় ভীড়ে।

আপনা চাওয়া কুড়িয়ে পাওয়া
হিসেবে মেলেনা খাতা,
সীমাহীন আশা পূরণে তা খাসা
ভরেনা জীবন পাতা।

আমরা মানুষ হৃদয়ে ফানুস
মেটে না জীবনে সাধ,
চাওয়ার আগে হৃদয়ের বাগে
প্রাপ্তিতে সাধে বাঁধ।

মানুষের দিল প্রাপ্তির মিল
পাবেনা কখনো খুঁজে,
প্রত্যাশা ঘিরে হৃদয়ের নীড়ে
আসিবে না কভু বুঝে!

যাহা ভবে চাও যাহা তুমি পাও
তাহাতে মেলাও সুখ,
নতুনের খোঁজ আশংকা রোজ
মিলিবে অসার দুখ।


২৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।