কবির প্রস্থান
- মিলন সব্যসাচী
উৎসর্গঃ অগ্রজ কবি আল মাহমুদকে
বেলা শেষের শেষ কবিতায় কবির করুণ গীত
বৈরী—বনের হিমেল হাওয়ায়
উঠছে কেঁপে ভিত।
পাথর চোখের দৃষ্টি ছুঁয়ে ধূসর মাটির পথ
সেই পথে নেই এই পৃথিবীর
স্বপ্ন রঙিন রথ।
একলা পথের অন্ধকারে নামছে নিঝুম রাত
আলোর আকাশ ছুঁয়ে দিতে
কাঁপছে কবির হাত।
গদ্যে পদ্যে ছন্দে ফোটায় সুগন্ধি সব ফুল
জীবন খাতার দীঘল পাতায়
থাকনা মধুর ভুল।
প্রস্থানের সে পথটি ধরে ব্যস্ত এখন খুব
শ্বাসপতনের শব্দ শুনে
আয়ুপাখির ডুব।
আড়াল থেকে কে ডাকে ওই আয়রে কবি আয়
মেঘের মধ্যে কাব্য লিখে
সময় বয়ে যায়।
সুফিয়ান রায়হান
বাংলাদেশ কাঁধে নিয়ে
সমস্ত দিনের শেষে রাতের শেষ জোছনাটুকু
তোমার দিয়ে ঘুমিয়ে গেলো চাঁদ,
আমি তাকিয়েছিলাম ভোরের দিকে—
নিম ডালে বসা হলুদ পাখিটি উড়ে গেল।
এক আকাশ কবিতার মাঝে আজ মেঘলা সকাল,
হঠাৎ ঝুমঝুমিয়ে বর্ণমালাগুলো ঝরতে লাগল;
একটি বর্ণমালা কাঁধে নিয়ে হাঁটতে থাকলাম
মহাকালের পথে।
রক্ত হিম করা তৃপ্তি নিয়ে চললাম একা, গোপনে,
বাংলাদেশ কাঁধে নিয়ে।
২৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।