মাইরি মাহী বিশ্বাস করো
- মিলন সব্যসাচী

মাইরি মাহী, বিশ্বাস করো একদম সত্যি বলছি —
সিগারেট লুকাতে এখন আর আমার হাত পোড়ে না
সিলেটে শামু মামুর মাজারে বার্মিজ চুরুট জ্বেলে
বিষাদমাখা ধোঁয়াটেস্বপ্ন দীর্ঘশ্বাসে দিয়েছি উড়িয়ে
আলোর প্রদীপ জ্বেলে একাকী পড়ে আছি আঁধারে
ইদানিং পৃথিবীটাই আমার কাছে স্ট্রের মতো মনে হয়।

কেন যে অকারণে বেঁচে থাকার অদম্য ব্যাকুলতায়
রঙিন জলসাঘরে সতত নিজেকেই নিজে ভুলে যাই
আজ এ একান্ত নির্জনে নির্ঘুম রাত্রির কার্নিশ ছুঁয়ে
দুটি চোখের কোটরে ঝরলো ব্যথাভরা নোনাজল
বহু বছর পরে আজ আবার তোমাকেই মনে পড়লো।

আমার স্মৃতি স্মরণে তুমি এখন রমনার দুরন্ত দুপুর
বটমূলে গা ঘেঁষে পাশাপাশি বসে থাকা পাথরের মূর্তি
যে দুরন্ত দুপুরে জলের তৃষ্ণায় জল হতে চেয়েছিলাম
বৈরী—বাতাসে বহুদূরে উবে গেছে আদিম—আকাঙ্খা
শূন্যতাকে ভালোবেসে শূন্যতার মাঝে হয়েছি বিলীন।


২৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।