নিশ্চুপ দাঁড়িয়ে
- মিলন সব্যসাচী

নিশ্চুপ দাঁড়িয়ে আছি পথে
তোমার পদধূলি আমার অঙ্গে মাখবো ভেবে
প্রতীক্ষায় অধীর হয়ে আমি
পাথর চোখে চেয়ে থাকি
আলতারাঙা পায়ে তুমি
কখন তুলবে নূপুরের ঝঙ্কার!

তোমার পায়ের আওয়াজ আমাকে
নৈঃশব্দে যদি কাছে ডাকো
আমার আদিম বাসনা আজ
খঁুজে পাবে তোমার বিবস্ত্র স্বপ্নের ঠিকানা।

আশার অধীর অপেক্ষায় তুমি
সংগোপনে যখন দিবে সাড়া
কাঙ্খিত সেই শুভ সময় তো আসবেই
তখন না হয় আমি হারিয়ে যাবো
তোমার ত্রিকোনী নদীর মোহনায়।


২৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।