অখন্ড মৃত্যুর আলিঙ্গন
- মিলন সব্যসাচী

অখন্ড মৃত্যুর মৌণ আলিঙ্গনে তুমি বড় ক্লান্ত
মাটির শয্যায় একা ঘাতক ঘুমের ঘ্রাণ মাখা
আগুন্তক অনুভূতি তোমাকে নিশ্চুপ করে রাখে
এখনও বন্ধচোখে—মুখের গভীরে অন্ধকার।

অশ্রম্নসিক্ত দু’চোখের ধূসর দিগন্তে নেঁচে ওঠে
তোমার বিবর্ণ স্বপ্ন আর শেষখেয়া তরীখানি
দীর্ঘদিনে রুদ্বশ্বাসে বোবাকান্না জমে থাকা বুকে
ঘুমাচ্ছন্ন পৃথিবীর কতো কষ্ট করে কোলাহল।

তুমি কী শুনতে পাও— আমার করুণ আর্তনাদ
যার দীর্ঘ প্রার্থনায় ব্যাথার তরল ঝরে পড়ে—
অদৃশ্য নদীর মতো বিষাদ সমুদ্রে বয়ে যায়,
কষ্টের শ্যাওলা শ্রোতে ভেসে যায় দূর থেকে দূরে।

স্মৃতির আর্শীতে আমি নিঃষ্পলক চোখে চেয়ে দেখি
অতীত আশ্রিত সেই প্রিয়মুখ যেনো মৃত্তিকার—
ভাঁজে ভাঁজে মিশে যায় আর অনায়াসে আমাদের
স্বপ্নাহত ভালোবাসা বিরহে বিহ্বল হয়ে বাঁচে।

সংসার সমগ্র জুড়ে আজও তোমার সুখ—স্বপ্ন
হেসে উঠে। নিত্যদিন পরিকল্পনায় যুক্ত করি
বিয়োগ ব্যাথায় সেই অনন্ত প্রেরণা, আর ভাবি—
আমাদের দেহাতীত ভ্রান্তস্বপ্নে কেউ কারো নয়।


৩০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।