ঝরঝর বৃষ্টিতে
- মোঃ বজলুর রশীদ
আজি ঝরঝর বৃষ্টিতে ঘন মেঘমালায়
উদাসীন মন সিক্ত হয় বৃষ্টির ফোটায় ,
আমি যাহা চেয়েছি তাহা কি পেয়েছি
ভাবিয়া যাই দুই নয়ন ভিজিয়া অশ্রু ছায়ায় ।
কতকাল তোমাকে ভেবে ঝরাব অশ্রু
কতদিন অপেক্ষায় থাকবো তোমারি,
আমার হৃদয় কেঁপে উঠে বৃষ্টির ফোটায়
কোন এক বরষায় এসেছিলে কদম ফোটে যেথায় ।
কতদিন দেখেনি তোমায় বৃষ্টিতে ভিজতে
শাড়ির আঁচল ভিজে দৌঁড়াতে মাঠে,
বৃষ্টির ফোটায় মুখখানি তোমার একটু বেঁকে
তোমার হাসিতে যেন আমার হৃদয় স্পন্দন কাঁপে
০২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।