আষাঢ়ে ঢল
- আব্দুল ওহাব

আষাঢ়ে ঢল
আব্দুল ওহাব

আষাঢ় ঢলে বর্ষা এলো
ভরলো নদী জলে,
পুকুর ডোবা যৌবন পাবে
এই ধরণী তলে।

গাছ-গাছালি সবুজ হবে
পাখি আত্ম-হারা,
প্রভুর দয়া আসলো বুঝি
নিয়ে বাদল ধারা।

শুকনা নদী উঠলো ভরে
বাদল ছোঁয়া পেয়ে,
ডাহুক ডাকে মধুর সুরে
পুকুর পাড়ে যেয়ে।

মেঘের ভেলা উড়তে থাকে
দেখতে লাগে ভালো,
মেঘের ফাঁকে সুরুজ ওঠে
হঠাৎ দেখি আলো।

দাদা নাতির প্রণয় ঘটে
মধুর কথা ফোটে,
বিজলি হানা দেবার পরে
পিলে চমকে ওঠে!


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।