কৃতকর্মের ফল
- আব্দুল ওহাব

মানব পাপে কষ্ট বাড়ে
এ কথা কী জানো?
স্রষ্টার বাণী ঐশী কিতাব
সবে ও ভাই মানো।

পাপের পরে পাপ করিলে
স্রষ্টা হবেন রুষ্ট,
তওবা করে ফিরলে পথে
আল্লাহ হন তুষ্ট।

তীব্র গরম অতিষ্ঠ প্রাণ
পাপে ডেকে আনে,
কৃতকর্মের ফল পেতে তাই
মানুষ ভাসে বানে!

পাপের ফলে জলে-স্থলে
বিশৃঙ্খল হয় ধরা,
পাপের কর্ম শাস্তির স্বাদে
কেটে যাবে জরা।

ইস্তেখার আর তওবা করে
পাপ থেকে হই মুক্ত,
অসৎ হলে সংশোধন হই
না হই পাপে যুক্ত।


০৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।