একাকিত্বের শবদেহ
- মিলন সব্যসাচী

আমার এই একাকিত্বের শবদেহখানি নিয়ে নিভৃতে
আজ এই অবেলা তুমি কোথায় যাবে বলো?
শত জনমের মৃত্যুময় শশ্মানের নিস্তদ্ধতা ভেঙে-
অতঃপর একাকি নিত্যনব চন্দনের চিতায় পোড়াবে?

জন্মজঠোর থেকে বিষন্ন—বিষাদে অন্তহীন দ্রোহ হয়ে
দিবানিশি নীরবে অবিরত ধূপের মতো জ্বলে পুড়ে
কখন যেন একাকার হয়ে গেছি অদৃশ্য আগুনে
দৃশ্যমান আগুনের সাধ্য কী আমাকে পোড়ায়?

তোমার নিঃশ্বাসী আকাশ কেবলই ছেঁয়ে যাবে
আহত বসন্ত বাউরির পালকের ঐশ্বর্যহীন অভিশাপে
অবিশ্বস্ত পৃথিবী জ্বলে—পুড়ে বিধ্বস্ত হবে স্বপ্নীল বসত।
আমার এই একাকিত্বের শবদেহ সহজেই ছুঁয়ে দিবে
কখনও কী এতটা দীর্ঘ হতে পারে আগুনের হাত?


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।