দুর্নীতি
- আব্দুল ওহাব

দুর্নীতি আজ দেশের তিমির
অর্থ লুটের ধুম,
সেই তিমিরে মরবে হয়তো
দেশের নবভ্রুণ।

সব সেক্টরে ধুম লেগেছে
কর্তার শিরায় ঘুন,
হাজার কোটি টাকা লাগবে
বিবেক করে খুন।

দেখার কেহ নাইকো বুঝি
এলো দুঃখের কাল,
ধ্বংসের পথে দেশের মানুষ
ধরবে কে-বা হাল?

রক্ষক সেজে ভক্ষন করে
কামাই করে ঘুস,
শাসক কুলের ঘুম ভাঙে না
নেইকো কারো হুঁশ।

সব দপ্তরে দুর্নীতি আজ
ধ্বংসের পথে দেশ,
গড়তে হবে দেশটি আবার
হবার আগে শেষ।


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৭-২০২৪ ০৩:২৯ মিঃ

চমৎকার উপস্থাপন করেছেন

আব্দুল ওহাব
১৬-০৭-২০২৪ ০৭:২৬ মিঃ

ধন্যবাদ সুহৃদ