আহবান
- আব্দুল ওহাব

নারী-পুরুষ সবাই এসো
সুস্থ সমাজ গড়ি,
নেশাখোরদের বুঝাই সবে
নেশা বন্ধ করি।

পতিত জায়গায় বৃক্ষ রোপন
করি সবাই হাতে,
নির্মল বাতাস থাকবে তবে
অক্সিজেন ও সাথে।

দেশের সবাই মিলেমিশে
করব সদা কর্ম,
ভেদাভেদ সব ভুলে গিয়ে
পালন করি ধর্ম।

মন্দ কর্ম করবো না কেউ
কষ্ট আসুক যত,
বেকার হয়ে থাকব না কেউ
কর্মে রইবো রত।

অন্যায় জুলুম ছেড়ে সবাই
মিলেমিশে থাকি,
সত্য ন্যায়ের ভাবনা করি
সুখের ছবি আঁকি।


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।