গীবত
- আব্দুল ওহাব

গীবত করা গর্হিত কাজ
কেউ করো না ভুলে,
গীবত হলো কবিরা পাপ
এ পৃথিবীর কূলে।

গীবত কভু নয়-তো ছোট
সুদ অপেক্ষা বড়,
মৃত ভ্রাতার গোস্তের মতো
সবাই ঘৃণা করো।

কার পশ্চাতে বলছো কথা
শুনে সে পায় কষ্ট,
বিষ্ঠা ভক্ষণ হইছে তথা
সেটি গীবত স্পষ্ট।

পরনিন্দা ও গীবত করা
যিনার মতো ক্ষতি,
কেউ করো না পরের চর্চা
গীবত তাহা অতি।

একে অন্যের গীবত করা
জঘন্য এক কর্ম,
কেউ করো না গীবত কভু
মানতে হবে ধর্ম।


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।