গুণেই পরিচয়
- আব্দুল ওহাব
বংশগুণে যায় কি চেনা
অমানুষের রূপ?
লোকসমাজে লেবাস পরে
মরিয়া খোঁজে সুখ।
আপন সুখে ধারধারে না
অন্য কারো বলি,
গুণের ভারে বিচার করে
সরল পথে চলি।
বংশ কভু দেয় না বলে
কাজে করো চুক,
আপন ভালো-মন্দ কাজে
উড়ে আগর ধূপ!
রূপের গুণে সবার সেরা
মনে থাকলে বিষ,
করবে তারা ছলচাতুরী
রয় না তাদের দিশ।
কাজের গুণে মানুষ চিনি
রূপের গুণে নয়,
বয়সকালে রূপ থাকে না
গুণেই পরিচয়।
১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।