আষাঢ়ে বৃষ্টি
- আব্দুল ওহাব
আষাঢ়ে বৃষ্টি
আব্দুল ওহাব
কাঁদলো মেঘে ঝরল পানি
শীতল হলো ধরা,
জগৎ মাঝে জাগলো সাড়া
দূর হয়েছে খরা।
পুকুর নদী ভরলো জলে
উপচে পড়া পানি,
স্রোত পড়েছে মাটির পথে
ভিজল পদ খানি।
বন-বনানী সবুজ হলো
ভিজল দিনে-রাতে,
মাছের সারি নদীর মাঝে
ধরছে জেলে তাতে।
গাঁয়ের চাষি ছুটলো মাঠে
ফসল বোনা কাজে,
হঠাৎ আসে আষাঢ়ে বান
সকাল কি'বা সাঁঝে।
আকাশ যেন আঁধারে সাজ
জল পতনে তাড়া,
হাঁটার কালে হটাৎ আসে
বলা কওয়া ছাড়া।
১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।