ভালোবাসা
- আব্দুল ওহাব
ভালোবাসা একটি শব্দ
স্বপ্ন মাখায় সেরা,
মিষ্টি মধুর বন্ধন দিয়ে
থাকে সদাই ঘেরা।
মনের মিলে সম্পর্ক হয়
মানুষ হলেও ভিন্ন,
বিনা সুতার বন্ধন মালা
হয় না কভু ছিন্ন।
নর ও নারীর ভালোবাসা
বিনা সুতায় গাঁথা,
দুইটি মনের মিলন ঘটায়
সংসার হলে পাতা।
ভালোবাসার মধুর পরশ
দু’টি আত্মা পেলে,
সংসার জীবন সুখের ভাসে
স্বর্গ হয়ে মেলে।
ভালোবাসার মধ্যে থাকে
মুগ্ধ করা হাসি,
দুইটি দেহের মিলন মাঝে
সুখটা রাশি রাশি।
১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।