নদী ভাঙন
- আব্দুল ওহাব

প্রকৃতির এক আজব খেলা
ভাঙে নদীর পাড়,
বসত-ভিটা ভেঙে চুরমার
রয় না কিছু আর।

সবল গরীব সকল লোকের
ভাঙে বাড়ি-ঘর,
বিঘত বিঘত জমিন ভেঙে
বানায় বালুর চর।

বর্ষা এলেই মানুষের আর
থাকে না'কো সুখ,
কষ্টে কাটায় দিবস যামী
নয়ন ভেজায় মুখ।

দেশটি মোদের নদীমাতৃক
নদীর নাহি শেষ,
দুঃখ-কষ্টে দিন কাটে না
থাকে না কেউ বেশ।


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।