সমাজের জং
- আব্দুল ওহাব
যৌতুক নিতে কৌতুক করে
ঘটক পাঠায় বর,
বাংলার সমাজ জং ধরেছে
সবাই যেন পর।
কন্যার সাথে লাগবে বরের
গাড়ি-বাড়ি ধন,
ধন-দৌলত ও চাকরি নিয়ে
জুড়াতে তার মন।
কণের বাবা অসহায় তাই
শান্তি নাহি রয়,
বাবা-মায়ের চিন্তায় থাকে
মান-সম্মানের ভয়।
মরণব্যাধি যৌতুক করে
নারীকুলের ক্ষয়,
ঘৃণিত এই সমাজ ব্যাধির
করতে হবে লয়।
প্রতিজ্ঞা হোন সমাজ থেকে
জাগুক সবার মন,
আর নেবো না যৌতুক কভু
বিয়ে করতে পণ।
১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।