মায়াবী আঁখি
- আব্দুল ওহাব

কাজল নয়নে কপালে পড়েছো
লোহিত বরণে টিপ,
চুড়ির বাহারে মাতোয়ারা করে
বিদিশা নগরে দ্বীপ।

লাজুক চাহুনি পাগল করেছে
মায়াবী চোখের যাদু,
হৃদয়ে এঁকেছে প্রেমের নগর
উদাসী বাউল ভাদু!

কাজলা ভ্রুরুর মায়াবী আঁখিতে
হরণ করেছো মন,
চাঁদের কিরণে ঘনকালো চুলে
মাতালে হৃদয় বন।

বিধাতার হাতে গড়েছে তোমায়
অপরূপা রূপে নারী,
রূপের মাধুরী তুলনা চলেনা
হৃদয় লুটেছো কাড়ি।

প্রেমের যমুনা পাড়ি দিতে তাই
প্রেমের ভেলাতে তুলে,
ভাসিয়া দু'জন বাসর সাজাতে
প্রেম মোহনার কূলে!


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।