তালগাছ
- আব্দুল ওহাব

তালগাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে
উঁকি দেয় আকাশে ঝুঁকি মারে বাতাসে
ওঠে শুধু বাড়িয়ে মাথা রাখে নাড়িয়ে
বয়স বেড়ে গেলে সে হয়ে যায় ফ্যাকাসে।

মনে মনে ভাবে সে উড়ে যাবে চরাটে
কালোমেঘ পেরিয়ে গোলগোল পাতাতে,
থরোথর থরাথে যাই থাকে বরাতে
সাধ জাগে মনেতে পাতামেলা ছাতাতে!

গোল পাতা নড়ছে ডানা নেই ভুলছে
পবনে পরাণের যৌবন পায় সে,
চৌকস নয়তো সে বায়ু তালে দুলছে
বায়ু দোল থামলে চুপসে যায় সে।

অবশেষে ভাবে সে বায়ু ছাড়া উড়তে
পাবে না তো ছুটতে দম নেয় ভাবতে,
যাবেনা সে আকাশে বিহগের সুরতে
শিকরের টানেতে থেকে যাবে ভবেতে।

বাবুই পাখি বাস করে নেই গাছে ডানা রে
মন ভরে ছানাতে চিকচিক করাতে,
পাখিদের ছানাতে খুশি হয় খানাতে
বলে ভাই বাবু রে বাসা তাই বানা রে।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।