মান-অভিমান
- আব্দুল ওহাব

স্বামী ও স্ত্রীর ঝগড়াঝাটি
হওয়া একটু ভালো,
ঝগড়ার পরেই ফুটে ওঠে
প্রেমের নতুন আলো।

মান-অভিমান ঝগড়া হলে
দূর করে মন জ্বালা,
মনের বেদন উড়ায় কথায়
মন হয়ে যায় ভালা।

আদর সোহাগ নতুন রূপে
একসাথে দেয় দোলা,
মধুর প্রেমে মন মজে যায়
যায় না তাহা ভোলা।

ঝগড়ার পরে বুঝতে পারে
কার ভুলে কে দোষী,
সুযোগ মেলে সংশোধনের
দু'জনে হয় খুশি।

স্বামী ও স্ত্রীর জুটির বাঁধন
সাত জনমে বাঁধা,
ঝগড়া করার পরে মেলে
ভালো-মন্দ রাঁধা।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।