বধূর পরে মা
- আব্দুল ওহাব

বিয়ের সাজে হলুদ শাড়ি
সেজে বধূর বেশে,
আসবে তুমি আমার বাড়ি
এসেই দিবে হেসে।

বাপের বাড়ি ছিলে যখন
ছিলে ঘরের মেয়ে,
শ্বশুর বাড়ি নবজীবন
চলবে স্বামী পেয়ে।

স্বামীর গৃহ আপন করে
নিবে সবার আগে,
কুসুম কলি ফুটবে তবে
আপন উদর বাগে।

সুখ পরশে থাকবে সেথা
কোলে ফুটবে আলো,
ননদ স্বামী দেবর ভাবী
সবাই হলে ভালো।

ঘরের মেয়ে থেকে তখন
পরের রানি হবে,
ছেলে-মেয়ের জন্ম দিলে
সবাই মাতা কবে।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।