কাজী নজরুল ইসলাম
- আব্দুল ওহাব
সাহিত্যের অহংকার নজরুল
কোন উপমায় ডাকি?
সাম্যের কবি জাতীর ছবির
সব বিশ্লেষণ রাখি।
বিদ্রোহী না প্রেমের নায়ক
গাইছো রণগীতি,
সমর সঙ্গীত লিখছো দেশের
রেখে দেশের প্রীতি।
ইসলামি গান নাটক গজল
জনক ছিলে তুমি,
মনে বিশ্বাস আসবে আবার
দেখতে মায়ের ভূমি।
তোমার স্মরণ করতে বরণ
বাগে ফুটছে ফুল,
তোমার কাব্য পড়তে গেলেই
শিখতে না পাই কূল।
বিরহ বিচ্ছেদ হৃদয় কথন
লিখছো তুমি লুকে,
স্বাধীন দেশের শত্রু সেনার
আঘাত করছো বুকে।
যুগের পরে যুগ পার হলে
আবার এসো ফিরে,
তোমার চরণে ফুল বিছবো
আসবে যখন নীড়ে।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।