ক্ষ্যাপা কবি
- আব্দুল ওহাব

তর্ক করে পালাস্ কেন?
তর্ক করা ভালো না,
তর্ক করলে লোকে বলবে
তুই করিস যে ছলনা!

এক্কেবারে নেই তোর বুদ্ধি
হতচ্ছাড়া বুদ্ধি কম,
তোদের মত বোকার বেলা
আমি একটা মস্ত যম!

চুপ করে থাক ওরে বোকা!
বদভ্যাসটি ভাল না,
চুপটি থাকা বেজাই ভালো
বুদ্ধিমত্তায় চালনা।

শোন! বলছি কি সত্য কথা
বিশ্বাস কি তোর হয় না?
লিখছি আমি কবিতার বই
নেই'তো কোন ছলনা।

অনেক রকম পদ্যে লেখা
অর্থ হুম অনেক উঁচু,
পড়লে কি রে বুঝবি না-কি
তোর মাথায় আছে কচু!

তাতে লেখা ব্যাঙ ধরেছে
মস্তটা বড় হাতি,
এই কথাটার অর্থ কি রে
বল্! পন্ডিত মশার নাতি?

লেখার অর্থ বুঝবি না তুই
বুঝবে না কি কেউ মোটে,
বুঝলি না তুই লাভ হলো কি?
মুখটা কি এমনই ছোটে?


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।