তাজমহল
- আব্দুল ওহাব
ভারত দেশের আগ্রায় শহর
স্মৃতি সৌধ সৃষ্টি,
মোগল সম্রাট স্মরণ করে
প্রেম নিবেদন দৃষ্টি।
শ্বেত মার্বেলের সেই সমাধি
ইতিহাসের কৃষ্টি,
মমতাজ এর ভালোবাসায়
ঝরেছিল বৃষ্টি!
মুসলিম শিল্পের এক নিদর্শন
ইতিহাস তাঁর গড়া,
প্রেম-প্রীতি এক অন্তর বাঁধন
সৃষ্টি অঢেল ছড়া!
স্ত্রীর প্রতি প্রেম নিবেদন তাই
শাজাহান আজ অম্লান,
বিশ্বের সপ্তম আশ্চর্যের এক
ঐতিহ্যবাহী স্থান!
প্রথম দেখায় প্রেমের সৃষ্টি
রূপকথা নয় সত্য,
ইতিহাসের পাতায় রইছে
এ-সব কথার তথ্য।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।