তালের বড়া
- আব্দুল ওহাব
আগের দিনে তাল গাছেতে
বুনতো পাখি বাসা,
এখন দেখি সেই গাছেতে
তাল ধরেছে খাসা!
ওরে নাতনী দ্যাখ্ রে নাতী
মিঠে তালের ছড়া,
তৈরী করবে তাল পাকিলে
তোদের দাদী বড়া।
তালের বড়া স্বাধ তো চড়া
মিষ্টি লাগে অতি,
গাছের রসে খাস্ না তাড়ি
খেলে হারায় মতি।
কচি তালের শাঁসটি মজা
খেলে দু'জন এসো,
মিঠা স্বাদের কচি শাঁসে
মজা পেলে হেসো।
স্মৃতিশক্তি ভালো রাখতে
তালের শাঁসটি খাবে,
গ্রীষ্ম কালে তালের খোঁজে
নানীর বাড়ি যাবে।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।