শরৎ বেলা
- আব্দুল ওহাব

আকাশ ভরা তারার মেলা
আঁধার থাকে ঘিরে,
তারই মাঝে চাঁদের আলো
ফোটে সদাই ধীরে।

শরৎ কালে শিউলি ফুলে
কুসুম বাগে দোলে,
ফুল সুবাসে কবির মনে
সত্তা যেন ভোলে।

শিউলি বাগে বসে কবির
উদাস করা ছন্দে,
কাব্য লেখে মনের সুখে
ভাবনা রাখে দ্বন্দ্বে।

ঝিরিঝিরিয়ে শরৎ কাঁদে
মেঘে কাঁসর ঘন্টা,
লেখার তালে ভাবনা জাগে
নাচে কবির মন্টা।

নীল আকাশে মেঘের ভেলা
কাশফুল করে খেলা,
রবির আলো লুকায় মেঘে
এমনি কাটে বেলা।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।