নানার বাড়ি
- আব্দুল ওহাব
আয়রে ভোলা আয়রে দোলা
নানার বাড়ি যাই,
নানার বাড়ি শাপলা বিলে
শালুক তুলে খাই।
বিলের পাশে নানার বাড়ি
আছে নানার ঘর,
উঠোন ঘেঁষে রইছে সেথা
খড়ের ঢিবি খড়।
নানার বাড়ি পুকুর আছে
গলায় ভরা জল,
এপার থেকে ওপাড় যাবো
ভেসে না হই তল।
পুকুর জলে শাপলা ফোটে
আরো শালুক ফুল,
চাঁদের রাতে তাদের সনে
হেসে কাঁপায় কূল।
একই সাথে সবাই গেলে
লাগবে না-তো ডর,
রাতের বেলা জোছনা ঝরে
ডানায় দিয়ে ভর।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।