শান্তির নিবাস
- আব্দুল ওহাব

মসজিদে হোক আযান ধ্বনি
ছাড়ো সকল বন্দীরে
সমাজ গড়বো হিন্দু-মুসলিম
ঘন্টা বাজুক মন্দিরে।

বৌদ্ধগন যাক্ প্যাগোডা ঘর
খৃষ্টানে যাক্ গির্জাতে,
সকল ধর্মের সবাই লুটুক
নিজে নিজের প্রভুতে।

আদম জাতে আকার সবার
কেউ বা থাকে ভ্রান্তিতে,
কর্মের ফলন লুটবে সে'দিন
বিচার দিনের শ্রান্তিতে।

হিংসা বিদ্বেষ যুদ্ধ ছেড়ে
থাকো সবাই শান্তিতে,
নইলে দেখবে রক্তের নেশা
সবাই রইবে ক্রান্তিতে।

কিসের নেশায় জগৎ লোকে
যুদ্ধ করে দেখায় দ্বেষ,
পৃথিবী হোক শান্তির নিবাস
হিংসা-বিদ্বেষ করে শেষ।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।