আটার রুটি
- আব্দুল ওহাব
গরীব মানুষ চাঁদের আলোয়
পায় না সুখের দেখা,
অন্নের খোঁজে বেড়ে বেড়ায়
ভাগ্যে দুখের রেখা!
সুখ মোহনায় দেশটি ভাসুক
যায় কি তাদের আসে?
চাঁদের কিরণ যেমনে ফুটুক
ক্যামনে তারা হাসে?
মাংস পোলাও নাই বা জুটুক
থাকলে শাকে ভাতে,
ধনিক মানুষ নাচলে চাঁদে
কার কি'বা হয় তাতে?
ক্ষুধার রাজ্যে গরীব ভাঁজে
শুকনা আটার রুটি,
তাই না দেখে চাঁদের কিরণ
হেসে কুটি কুটি!
অন্নহীনদের ফাঁসের মরণ
পেটে ক্ষুধার জ্বালা,
চাঁদের কিরণ যতই ঝরুক
ক্যামন থাকে ভালা,
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।