কালবৈশাখী
- আব্দুল ওহাব

তুফান বেগে ঝড় এসেছে
বৃষ্টির সাথে ঢল,
আম কুড়াতে গেলে সবাই
আমার সাথে চল্।

দমকা ঝড়ে আমের বোঁটা
এমনি ছিঁড়ে যায়,
ঝাঁকা ভরে আম নিলে তুই
আমার সাথে আয়।

হঠাৎ ঝড়ে আম বাগানে
আম পড়েছে বেশ,
সবাই মিলে খেলেও তাহা
শেষ হবে না শেষ।

একটু পরে ঝড় থামিবে
কালবৈশাখী ঝড়,
আয়রে খুকি ঝড়ের পরে
আসবে বাড়ি বর।

কালবৈশাখী ঝড়ের পরে
আম কুড়াতে সুখ,
পাকা আমের মধুর রসে
রঙিন করি মুখ।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।