রঙ মূল্যহীন
- আব্দুল ওহাব
যার চোখে যার লাগে ভালো
হয় যদি সে কালো,
হৃদয় মাঝে দেয় দোলা সে
লাগে চাঁদের আলো।
পেত্নীর প্রেমে পড়লে কেহ
দেয় হৃদয়ে দোলা,
তার প্রেমেতে মন মজিয়া
হয় সে আত্ম ভোলা।
প্রেমের পাগল সব মানুষেই
প্রেমে সাজে বোকা,
সুন্দরীদের পাল্লায় পড়ে
খায় যে শুধু ধোঁকা!
গায়ের রঙে কি যায়-আসে
মনটি হলে ভালো,
প্রেমের বাতি জ্বললে ধীকে
মন-বাসনা জ্বালো।
মনের গুণেই মানুষ মাপো
গায়ের রঙে নহে,
কালো হোক না পেত্নী রঙে
গুণটি যেন রহে।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।