মুর্খ লোক
- আব্দুল ওহাব

মুর্খ লোকের কর্কশ স্বভাব
বোঝে না-সে অন্যমন,
কথার সময় ভাবনাবিহীন
অগ্নিঝরা বচনক্ষণ।

একটানা তার বাক্যে বুলেট
বজ্রধ্বনির ফোটে খৈ,
ঘুমের ঘোরেই স্বপ্নে দ্যাখে
সবকিছুতে আমি রৈ!

মুর্খ মানুষ কর্মে বিমুখ
অনাচারে লিপ্ত রয়,
অশ্লিল ভাষা গালি ধমক
সদা তারা মুখে কয়।

মুর্খ লোক রয় টেনশন বিহীন
ভেবেচিন্তে কথা নাই,
মূর্খ লোকের খিদেও বেশি
পেটটা বড় ভুরি চাই।

বিপদ-আপদ আসলে কভু
মুর্খরা নেয় বধির ভাব,
আপন কর্মের বিচার হলে
মাথা গরম লাগে ডাব!

মান অপমান বালাই ছাড়া
মনে নেই'কো অনুতাপ,
শরীর স্বাস্থ্য মজবুত তাদের
অনুতাপের নেইকো ছাপ!

নিরক্ষর আর মুর্খ লোকের
ব্যবধানে আছে ভয়,
মুর্খের সাথেে আত্মার বন্ধন
হতে পারে প্রাণে ক্ষয়!

মুর্খের ভাবনা তাহার মতো
সুখী মানুষ একটি নাই
এই ধরাতে মুর্খ লোকের
অভাব কিন্তু নাই রে ভাই!


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।