বাবা-মা'র স্মরণে
- আব্দুল ওহাব
বাবা মায়ের কথা সদাই
রাখি মোরা স্মরণে,
তাদের দোয়া আশীষ পেতে
সত্য সদা মরণে।
স্বপ্নের আশা ঝাপসা হলে
চক্ষু ভিজত পানিতে,
বাবার সাথে দৌড়ে যেতাম
সফলতা আনিতে।
বাবার স্নেহ মায়ের আদর
নিয়ে ছিলাম শান্তিতে,
আমার বায়না পূরণ করতে
পড়তো তারা ক্লান্তিতে।
সেই বাবা-মার কদম ছুঁয়ে
রাখি তাঁদের সুখেতে,
নইলে জনম বৃথাই আমার
থাকব আমি দুখেতে।
স্রষ্টার পরেই পিতার আসন
নিভলে জীবন কান্নাতে,
মায়ের কান্নায় জান্নাত হারাম
ক্যামনে যাবে জান্নাতে।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।